গোয়াইনঘাট প্রতিনিধি

২২ আগস্ট, ২০১৬ ১৮:২৪

প্রশাসনের হস্তক্ষেপে গোয়াইনঘাটে ২ স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম ও সপ্তম শ্রেণীর দুই স্কুল ছাত্রী।

সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন ও থানার ওসি মো. দেলওয়ার হোসেন এর পক্ষে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে এ দুটি বিয়ে বন্ধ করে থানার এস.আই আশরাফুল হক ও এ.এস.আই নুরে আলম।

জানা যায়, ছৈলাখেল ৮ম খণ্ড গ্রামের বাবুল মিয়ার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ও স্থানীয় জাফলং আমির মিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী স্বপ্না আক্তারের উপজেলার মোহাম্মদপুর গ্রামের হারুন মিয়ার পুত্র রুবেল মিয়ার সাথে এবং মমিনপুর গ্রামের শামছুল আলম এর অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ও জাফলং আমির মিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শাহিনুর আক্তারের নয়াগাঙ্গের পাড় গ্রামের তমেজ উদ্দিনের ছেলে শওকত আহমেদের সাথে সোমবার (২২ আগস্ট) বিবাহের দিন তারিখ নির্ধারণ করা হয়।

এ দুটি বাল্য বিয়ের খবর পেয়ে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন বকুল উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে এ দুটি মেয়ের অপ্রাপ্ত বয়সের বিষয়ে সত্যতা পাওয়ার পর বিবাহ বন্ধ করেন।

মেয়েদের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দিবেন না মর্মে অভিভাবক লিখিত অঙ্গীকারনামা দেন।

আপনার মন্তব্য

আলোচিত