বিশ্বনাথ প্রতিনিধি

২২ আগস্ট, ২০১৬ ২০:৫৮

বিশ্বনাথে ‘ছোট খুরমা’ গ্রামের নামে গেজেট প্রকাশের দাবি

গ্রামের নামকরণ নিয়ে এবার ১২ গ্রামবাসীকে নিয়ে বিশ্বনাথের ছোট খুরমায় আলোচনা সভা করা হয়েছে। ছোট খুরমা গ্রামের নামে গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২২আগষ্ট) দিনভর ছোট খুরমা গ্রামবাসীর উদ্যোগে গ্রামের তাহির মিয়ার বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছোট খুরমা নামে গেজেট প্রকাশের দাবি জানিয়ে সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালে স্থাপিত গ্রামের ছোট খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, ঈদগাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা রয়েছে। গ্রামের ৭৫ ভাগ মানুষ ছোট খুরমার বাসিন্দা এবং বিভিন্ন সরকারি তদন্ত রিপোর্টেও তা প্রকাশ পেয়েছে। ফলে ‘ছোট খুরমা’ নামে গ্রামের নামকরণ এখন ছোট খুরমাসহ এলাকাবাসীর দাবি।

গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী জমশিদ আলীর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে দলিলপত্রসহ মুল প্রবন্ধ উত্তাপন করে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মনিরুজ্জামান হিরণ। ছোট খুরমা গ্রামের পক্ষে বক্তব্য রাখেন রিয়াজ আলী মেম্বার ও হাবিবুর রহমান। সভায় আরো বক্তব্য রাখেন টেংরা গ্রামের তকবির চৌধুরী, পালের চক গ্রামের হাজী আরজান আলী, বড় খুরমা গ্রামের শাহ রাজন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চনখাড়ি গ্রামের মরতুজ আলী মেম্বার, বড়তলা গ্রামের সৈয়দুর রহমান মেম্বার, বেতসান্দি গ্রামের হাবিবুর রহমান মেম্বার, লালটেক গ্রামের আলতাব আলী মেম্বার, অলংকারি গ্রামের ওয়াদুদ মেম্বার, গোমরাগুল গ্রামের ফারুক মেম্বার, রামপুর গ্রামের সাজ্জাদ মেম্বার, রাউতরগাও গ্রামের মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, মাধবপুর গ্রামের আব্দুল আমির মেম্বারসহ প্রায় ১২টি গ্রামের মুরব্বিবৃন্দ।

তবে আলোচনা সভা শেষে ‘পেছি খুরমা’ ও ‘ছোট খুরমা’ দু’পক্ষের লোকজনদের পরবর্তীতে আবারও বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, উপজেলার অলংকারি ইউনিয়নের ‘ছোট খুরমা’ আর ‘পেসি খুরমা’ নামে গ্রামের নামকরণ নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এনিয়ে আদালতে উভয় পক্ষের লোকজন মামলা মোকদ্দমায়ও জড়িয়েছেন।

দ্বন্দ্ব নিরসনে উভয় পক্ষকে নিয়ে ১৬ আগস্ট ইউনিয়ন কমপ্লেক্সে বসেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, ভূমি কর্মকর্তা আব্দুল হক, থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, স্থানীয় চেয়ারম্যান লিলু মিয়া, সার্ভেয়ার আব্দুল রাকিব বৈঠকে উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য

আলোচিত