নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০১৬ ০০:০৬

দরগা গেইটে গাড়ি নিয়ন্ত্রণ করায় পুলিশের উপর ছাত্রলীগের হামলা, আটক ৮

নগরীর দরগা গেইটে যানবাহন নিয়ন্ত্রণ করা নিয়ে বাদানুবাদের পর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ কামালের নেতৃত্বে একদল নেতাকর্মীরা টহল পুলিশের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পরে অতিরিক্ত পুলিশ হামলাকারী মাসুদ কামালসহ ৮ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে।

জানা যায়, শাহজালাল (র:) মাজারে পবিত্র উরস উপলক্ষে ওই এলাকায় বাড়তি নিরাপত্তা নিয়োজিত করার পর রাত থেকে যান চলাচল সীমিত করে দেয়া হয়। কিন্তু মাসুদ কামালের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা বিধি নিষেধ অমান্য করে মোটরসাইকেল নিয়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে টহল পুলিশের উপর হামলা চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) রহমতুল্লাহ বলেন, "এই ঘটনায় আটজনকে আটক করা হয়েছে, আটককৃতদের পরিচয় বের করার চেষ্টা চলছে।"

আপনার মন্তব্য

আলোচিত