মাধবপুর প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৩৯

মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘন্টা পর সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ চালু

হবিগঞ্জের শাহজীবাজার রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ৫ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে রাধাপুর নামক স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করে।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাষ্টার মোয়াজ্জুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "প্রায় ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।"

আপনার মন্তব্য

আলোচিত