মৌলভীবাজার সংবাদদাতা

০২ অক্টোবর, ২০১৬ ১৮:০৭

মৌলভীবাজারে পথ শিশুদিবসে র‍্যালি ও আলোচনা

'পথ শিশুত্বের হোক অবসান, সব শিশুরাই একসমান' এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পথশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ করেছে সামাজিক সংগঠন তারুণ্য।

রবিবার (০২ অক্টোবর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শতাধিক পথ শিশুদের নিয়ে র্যালী শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

তারুণ্যের সভাপতি মাহবুবুর রহমান মান্নার সভাপতিত্বে ও সিনিয়র কার্যনির্বাহী সদস্য মাহমুদ এইচ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে  অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, বিশিষ্ট সংগঠক সৈয়দ তফাজ্জুল হোসেন। 

বক্তব্য রাখেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলন এর যুগ্ন আহবায়ক জাবেদ ভূঁইয়া, নারী সংগঠক ডোরা প্রেন্টিস, তারুণ্যের সহ সভাপতি সজিবুল ইসলাম তুষার, প্রখূখ।

পথ শিশু দিবসে তারুণ্যের এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো ফটোনিউজবিডি ডটকম ও রেডিও পল্লীকন্ঠ, এবং ফুড পার্টনার হিসেবে সহযোগিতা করেছে মনসুন চাইনিজ রেস্টুরেন্ট।

আপনার মন্তব্য

আলোচিত