নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০১৬ ১৯:৪৯

দক্ষিণ সুরমায় বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ : আহত ১০

সিলেটের দক্ষিণ সুরমায় ভার্থখলায় যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

ওই সময় ৪টি অটোরিকশা ভাংচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (২২ অক্টোবর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভার্থখলা সড়কে বিশ্বনাথ উপজেলাগামী বাসে যাত্রীতোলা নিয়ে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭) স্থানীয় শাখার চালকদের মধ্যে অনেকআগে থেকেই বিরোধ চলে আসছিলো। আজ শনিবার বেলা ২ টার দিকে অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন।

বাসে যাত্রী উঠানোর বিষয়টি জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে অবগত করতে অবরোধকারীরা তার কার্যালয়ে গেলে স্থানীয় মাইক্রোবাস স্ট্যান্ডের ম্যানেজার আসকর আলীর নেতৃত্বে বাস শ্রমিকরা অটোরিকশা স্ট্যান্ডে গিয়ে হামলা চালায়। ওই সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন সময়ে বাস শ্রমিকরা পুলিশ বহনকারী একটি অটোরিকসহ ৪টি অটোরিকশা ভাংচুর করে।

পরে পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ সিলেটটুডে টুয়েন্টিফোর ডট কমকে জানান, বাস কর্তৃপক্ষের সঙ্গে তাদের কোরো কোন বিরোধ নেই। তবে আসকর আলী নামের এক ব্যাক্তি যাত্রী নিয়ে প্রায়ই সমস্যার সৃষ্টি করেন।

এ ব্যাপারে দক্ষিণ সুরমার থানার ওসি আতাউর জানান, ঘটনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোন পক্ষ অভিযোগ করেনি।

সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত