নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০১৬ ২২:৫২

সিলেটে আ’লীগের ৫০১ সদস্যবিশিষ্ট জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জরুরী সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ৫০১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১ ডিসেম্বর সকাল ১১টায় জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড. লুৎফুর রহমানের মনোনয়নপত্র দাখিল করা হবে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. শাহ ফরিদ আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. লুৎফুর রহমান, আনম শফিকুল হক, শোয়েব আহমদ চৌধুরী, এড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এড. নাসির উদ্দিন খান, হুমায়ুন ইসলাম কামাল, এড. শাহ মশাহিদ আলী, মো. আলী দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, এড. খোকন কুমার দত্ত, এড. শেখ মখলু মিয়া, সায়ফুল আলম রুহেল, এড. মাহফুজুর রহমান মাহফুজ, ফারুক আহমদ, নাজনীন হোসেন, এড. রনজিৎ সরকার, কবীর উদ্দিন আহমেদ, ডা: আরমান আহমেদ শিপলু, মস্তাক আহমদ পলাশ, লোকমান আহমদ চৌধুরী, নুরুল আমিন, অধ্যক্ষ শামছুল ইসলাম, মোস্তাকুর রহমান মফুর, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহিদুর রহমান শাহীন, রুবী ফাতেমা ইসলাম, এড. আজমল আলী, শাহাদত রহিম চৌধুরী, আব্দুল মোমিন চৌধুরী, এখলাছুল মোমিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত