মাধবপুর প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০১৬ ১৮:২৮

মাধবপুরে চা শ্রমিকদের মধ্যে চাল বিতরণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুন্ঠপুর চা বাগানে হতদরিদ্র চা শ্রমিক পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যে সংকটে থাকা ৪০০ চা শ্রমিক পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

রোববার (৪ ডিসেম্বর) সকালে বৈকুন্ঠপুর চা বাগানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান শ্রমিকদের মধ্যে চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছাদু মিয়া, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মো. আলমগীর, ইউপি সদস্য বাবুল চৌহান প্রমুখ।

উল্লেখ্য, কয়েক মাস আগে বৈকুন্ঠপুর চা বাগানের মালিক অর্থ সংকটের অজুহাত দেখিয়ে চা বাগানে শ্রমিকদের মজুরী রেশন বন্ধ করে দেন। এতে করে চা শ্রমিকদের মধ্যে খাদ্য, চিকিৎসা সংকট চরম আকার ধারণ করে।

পরে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় চা শ্রমিকদের মধ্যে চাল বিতরণ করে আসছে। বর্তমানে মালিক শ্রমিকদের মজুরী রেশন পরিশোধ করলে বাগানের স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

আপনার মন্তব্য

আলোচিত