বানিয়াচং প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০১৭ ১৮:৪৫

‘জঙ্গিবাদ রাজনৈতিক সমস্যা, তাই রাজনৈতিকভাবে এর সমাধান করতে হবে’

বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ও বানিয়াচং থানা পুলিশের সার্বিক সহযোগিতায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বানিয়াচংয়ের জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, ইমাম, মুয়াজ্জিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের লোকজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, তানিয়া খানম, মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায় প্রমুখ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে এসপি জয়দেব কুমার ভদ্র বলেন, দেশে জঙ্গিবাদের কবর রচনা করতে হবে। এটা রাজনৈতিক সমস্যা, তাই রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে।

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদের লীলাভূমি বানানোর জন্যে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। একের পর এক হামলা হচ্ছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের সমূলে মূলোৎপাটন করতে হবে। ১৫ দিনের মধ্যে বানিয়াচংয়ে বসবাসরত ভাড়াটিয়াদের তথ্য দেয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ওয়ারিশ উদ্দিন খান, মাও হাবিবুর রহমান, রেখাছ মিয়া, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, আবুল কাশেম চৌধুরী, আহাদ মিয়া, আব্দুল কদ্দুছ শামিম, শেখ সামছুল হক, ফজলুর রহমান খান, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, উপাধ্যক্ষ আতাউর রহমান, মাও আব্দুল বাছিত আজাদ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, হাজী ফরিদ উল্লাহ, সাংবাদিক মখলিছ মিয়া, মেম্বার সুমন আখঞ্জি, মখলিছুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমাম সাইদুর রহমান ও গীতা পাঠ করেন পুলিশ কনস্টেবল মৌমিতা রায়।

আপনার মন্তব্য

আলোচিত