নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০১৭ ১৭:০৪

সিলেটে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত

সিলেটে পালন করা হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। সোমবার সকালে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় শান্তিরক্ষা মিশনে গিয়ে মারা যাওয়া সেনাসদস্যের পরিবারকেও সম্মাননা জানানো হয়।

সোমবার সকাল সাড়ে সাড়ে ৯টায় সিলেট বিকেএসপি মাঠে পায়রা উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভসূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. সাইফুল আলম।

এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন- ১৯৮৮ সালের আগস্ট মাস থেকে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি প্রয়াসের সাথে সম্পৃক্ত রয়েছে। বিশ্ব শান্তিমিশনে যাওয়া বাংলাদেশের শান্তিরক্ষীরা অত্যন্ত সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করছে। বিশ্বের ১৩টি দেশে এখন বাংলাদেশের শান্তিরক্ষীরা কাজ করছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সুমহান দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ১৩২ জন শান্তিরক্ষী জীবনোৎসর্গ করেছেন বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজামানারা খানুম, ডিআইজি কামরুল আহসান, ইউনিসেফের সিনিয়র প্রতিনিধি কামরুল আলম ও ৩৬০ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতা করেন।

পরে শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় মালিতে জীবন উৎসর্গকারী সৈনিক নীলকণ্ঠ হাজংয়ের স্ত্রী সঞ্চিতা দেবী হাজংয়ের হাতে জাতিসংঘের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত