মাধবপুর প্রতিনিধি

০১ জুন, ২০১৭ ২০:০৫

মাধবপুরে ভারি বর্ষণে ঝুঁকিতে ২টি রাবার ড্যাম

হবিগঞ্জের মাধবপুরে ভারি বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে বহরা ও চৌমুহনী  রাবার ড্যামের বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। এতে করে রাবার ড্যাম ২  টি ঝুকিপূর্ন হয়ে পড়েছে। সোনাই নদীর প্রবল স্রোতে রাবার ড্যামের প্রডাকশন ওয়াল ও রাবার ড্যাম এলাকার রাস্তা ভেঙ্গে গিয়েছে।  এলাকার মানুষ চিন্তিত হয়ে পড়েছে।

বিভিন্ন সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার আগেই প্রবল বর্ষন শুরু হয়। এ সময় বিভিন্ন স্থানে গাছ পালা পরে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলায় বিদ্যূৎ বিহিন ছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল হক জানান, প্রবল বষর্নে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। উঠতি সবজি বালুর নিচে ঢাকা পড়েেেছ। এতে করে সবজিগুলো নষ্ট হয়ে যাবে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতি পরিমান করা যায়নি।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত রাবার ড্যাম দুটি পরিদর্শন করা হয়েছে। সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত