মাধবপুর প্রতিনিধি

০২ জুন, ২০১৭ ২১:৫৬

দুস্থ পরিবারের পাশে ‘সাদা মন’

কাজ করার ইচ্ছে আর মানুষের পাশে দাড়াঁনোর জন্য একদল তরুন গড়ে তোলেন 'সাদা মন'। নামের যথার্থ মূল্যায়ন করেছে সাদা মন। দুস্থ এক পরিবারের ইফতারের আয়োজন আর পোশাক কিনে দিয়ে তারা সাদা মনের পরিচয় দিয়েছেন।

শুক্রবার (২ জুন) বিকেলে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচাচর গ্রামের জাহানারা বেগমের পরিবারের কাছে ছুটে যান সাদা মন সোসাইটির তরুণরা। সেখানে তাদের সহযোগিতা করেন 'সোসাইটি ডেভেলাপমেন্ট ক্লাব' এর সদস্যরা।

রমজানে যাতে জাহানারার পরিবারের কষ্ট না হয়, সেদিক বিবেচনা করে সাদা মনের সদস্যরা তাদের জন্য নিয়ে যান খাদ্য সামগ্রী ও কাপড়। তা তুলে দেন দারিদ্রের সঙ্গে অড়াই করা জাহানারার হাতে। এই সামান্য উপহার পেয়েই অনেক খুশি জাহানারা। চোখে মুখে দখা যায় আনন্দের ঝিলিক।
 
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাজীব দেব রায় রাজু, সাদা মন সোসাইটির সভাপতি আল আমিন ইসলাম, সেক্রেটারি নোমান চৌধুরী, সহ সভাপতি সাদ্দাম মিয়া, প্রচার সম্পাদক স্বপন আহমেদ রাজ, ইয়ার খান, মামুন মিয়া প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত