সিলেটটুডে ডেস্ক

০৩ জুন, ২০১৭ ২২:১৫

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা

রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার সিলেট নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল পরিণত হয়েছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলায়।

ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।

আলোচনা শেষে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি কামনার পাশাপাশি সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, শ্যামল সিলেটের চিফ রিপোর্টার মতিউল বারী চৌধুরী খুরশেদ ও বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ’র রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন হযরত বুরহান উদ্দিন (র.) মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শায়েখ নাসির উদ্দিন।

ইফতার মাহফিলে রাজনীতিবিদ, পেশাজীবী নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সিটি মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামানব সেলিম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী, বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, বিএমএ’র সহ-সভাপতি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, জেলা জাসদের সভাপতি কলমদর আলী, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সিকন্দর আলী, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী।

প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান পিপিএম, সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর জামশেদুল আলম, সিলেট জেলা পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুজ্ঞান চাকমা, এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুছা, ডিজিএফআইয়ের এডি মো. মনির উদ্দিন, সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া, এনএসআই সিলেটের সহকারী পরিচালক  মো. তারিকুল ইসলাম।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জেলা জজ কোর্টের এডিশনাল পিপি শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সোয়েব, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আব্দুর জব্বার জলিল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, বিএমএ সিলেট শাখার সভাপতি ডা. রোকন উদ্দিন আহমদ, সিসিক’র প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর আব্দ্রু রকিব তুহিন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট-এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট চেম্বারের পরিচালক মুশফিক জায়গীরদার, ব্লাস্ট সিলেটের কো-অর্ডিনেটর ইরফানুজ্জামান চৌধুরী, সাংবাদিক কলামিষ্ট আপ্তাব চৌধুরী, ইমজার সভাপতি ও সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, মহানগর জাতীয়পার্টির সাধারণ সম্পাদক এড. আব্দুল হাই কাইয়ূম, মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি জাফর চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ ও এ জেড রওশন জেবীন রুবা, জেলা পরিষদ সদস্য সহল আল রাজী, সিলেট চেম্বারের সভাপতি সহ-সভাপতি লায়েছ উদ্দিন, সিলেট ক্যাবল সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক এড জুনেল আহমদ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. আরমান আহমদ চৌধুরী শিপলু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক শংকর দাস, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. রশিদ আহমদ, সিলেট সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম খান সায়েক, সিলেটের সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, উত্তরপূর্ব বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, দৈনিক যুগান্তর ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, সমকাল স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, চ্যানেল নাইন’র নিজস্ব প্রতিবেদক দেবাশীষ দেবু, প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাস, সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, চ্যানেল আই’র ব্যুরো প্রধান সাদিকুর রহমান সাকি, মাই টিভির বিভাগীয় প্রধান গাজী মো. জাফর ছাদিক কয়েছ, জিটিভির ব্যুরো প্রধান বিলকিস আক্তার সুমি, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান মাইনুল হাসান টিটু, এটিএন বাংলা ইউকের ব্যুরো প্রধান শফিকুল ইসলাম শফি প্রমুখ।

ইফতার মাহফিলে জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মঈন উদ্দিন, সহ- সাধারন সম্পাদক এস সূটন সিংহ, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য ইমরান আহমদ, রজত কান্তি চক্রবর্তী, নূরুল হক শিপু।

আপনার মন্তব্য

আলোচিত