ওসমানীনগর প্রতিনিধি

২২ জুলাই, ২০১৭ ২২:২৯

ওসমানীনগরে চলন্ত বাসে আগুন

সিলেটের ওসমানী নগর থানার কুরুয়া বাজার এলাকায় চলন্ত বাসে আগুন ।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সন্ধ্যায় হবিগঞ্জের উদ্দেশে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস সিলেট থেকে ছেড়ে ৭.৩০ মিনিটে ওসমানী নগর থানার কুরুয়া বাজার এলাকায় পৌঁছালে বাসের যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে আগুন লেগে যায়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার ও বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, কুরুয়া বাজার এলাকায় হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাসে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে আগুন লেগে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এখন যান চলাচল স্বাভাবিক আসে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত