শ্রীমঙ্গল প্রতিনিধি

২৮ জুলাই, ২০১৭ ১৬:১১

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ৯ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় চা-শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে কোটা ব্যবস্থা চালুকরণ ও চা-বাগানের ৮৫টি জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্তকরণসহ ৯ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চা-শ্রমিক সন্তান মোহন রবি দাশ অবিলম্বে তাদের ৯ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। নয়তো আরো কঠিন কর্মসূচি তাঁরা পালন করবেন বলেও জানান।

উল্লেখ্য, চা-শ্রমিকের ৯ দফা দাবিতে একই সময় ঢাকা প্রেস ক্লাব, সিলেটের শহীদ মিনার, মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, শমশেরনগর, মুন্সীবাজার (রাজনগর), কুলাউড়াসহ ১৩টি স্থানে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।




আপনার মন্তব্য

আলোচিত