ওসমানীনগর প্রতিনিধি

০৩ আগস্ট, ২০১৭ ২১:১৪

ওসমানীনগরে মদ ও গাঁজাসহ একজনকে আটক

সিলেটের ওসমানীনগরে ৩০ বোতল বিদেশী মদ ও ৩ কেজি গাঁজা সহ বাবুল মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে সিলেট মাদক দ্রব্য অধিদপ্তর ও ওসমানীনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ভ সিরাজনগন গ্রাম থেকে মাদক সহ বাবুলকে আটক করে। আটকৃত বাবুল উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব সিরাজনগর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

মাদক দ্রব্য অধিদপ্তর সিলেট অফিস সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর মো. শহীদুল ইসলামের নেতৃত্বে ও ওসমানীনগর থানা পুলিশ উপজেলার বুরুঙ্গা পূর্ব সিরাজনগর গ্রামের বাবুল মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী মেকডয়েল মদ, ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৮শ’ ৫০ টাকা সহ হাতে নাতে আটক করা হয় বাবুলকে।

অভিযানের পর মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর বাদী হয়ে মাদক দ্রব্য আইনে ওসমানীনগর থানায় মামলা দায়ের ও আটককৃত বাবুলকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য অধিদপ্তর সিলেটের উপ-পরিদর্শক মীরা রাণী দেবী ও ওসমানীনগর থানার উপ-পরিদর্শক শেখ মোহাম্মদ রকিবুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত