নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০১৭ ২২:০২

সিলেটে পাসপোর্ট বানাতে গিয়ে ২ রোহিঙ্গা নারী আটক

ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট বানাতে গিয়ে সিলেটে দুই রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমার আলমপুরে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

জেদান আল মুসা জানান, আটক এক দালাল সহ দুই রোহিঙ্গা নারী প্রতারণামূলকভাবে জন্ম সনদ ও পরিচয়পত্র নিয়ে বৃহস্পতিবার সকালে মোগলাবাজার থানাধীন বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট তৈরির ফরম জমা দেওয়ার সময় বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস প্রধান ডেপুটি ডাইরেক্টর (ডিডি), আব্দুল্লাহ আল মামুন তাদেরকে আটক করেন।

মোগলাবাজার থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আটককৃতরা রায়নগর এলাকার মিতালী ৫ নম্বর বাসার বাসিন্দা আনোয়ার হোসেন ও নারগিছ হোসেনের মেয়ে মনোয়ারা বেগম এবং আরেকজন একই এলাকার মিতালী ৫৬ নম্বর বাসার চতুর্থ তলার শেখ মাহমুদ হাছান ও হামিদা বেগমের মেয়ে মর্জিনা বেগম পরিচয়ে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ জমা দিয়েছিল।

এবিষয়ে মোগলাবাজার থানার ১৯৪৬ সালের বিদেশী নাগরিক সম্পর্কিত আইনে মামলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত