গোয়াইনঘাট প্রতিনিধি

০৭ আগস্ট, ২০১৭ ২৩:৫০

গোয়াইনঘাটে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে পণ্ড

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর এক ছাত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগরডেংরী গ্রামের মোঃ শামছুল হকের মেয়ে ও স্থানীয় হাজী মদরিছ আলী উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী রুকসানা বেগমের বিয়ের আয়োজন করে তার পরিবার। বাল্য বিবাহের খবর পেয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহের হাত থেকে স্কুল ছাত্রী রোকসানাকে রক্ষা করেন।

এ সময় স্থানীয় ইউপি সদস্য বশির উদ্দিন, থানার এস আই মোঃ জুনেদ আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন বলেন বাল্য বিয়ের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি। একই সাথে অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে দিবে না মর্মে রুকসানার অভিবাবকেরর কাছ থেকে লিখিত অঙ্গীকার নামা নিয়ে এসেছি।

আপনার মন্তব্য

আলোচিত