জগন্নাথপুর প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০১৭ ২২:২৩

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জগন্নাথপুর থেকে যাচ্ছে শুকনো খাবার ও বস্ত্র

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সংগ্রহ করা হয়েছে শুকনো খাবার ও কাপড়। শনিবার এগুলো নিয়ে যাওয়া হবে টেকনাফে।

জানা যায়, ৫দিন ধরে জগন্নাথপুরের বিভিন্ন জায়গা থেকে পৌর শহরের হাসপাতালস্থ ‘আলী কমিনিউটি সেন্টার’র প্রায় ২শত বস্তা নতুন ও পুরাতন কাপর সংগ্রহ করা হয় এবং বিভিন্ন ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় ৩০ মন চিড়া ও ৩ মন গুড় কেনা হবে। ওসব চিড়া ও গুড় এবং নতুন-পুরাতন কাপর রোহিঙ্গা শরণার্থীদের কাছে পাঠানো হবে।

এমনটি জানিয়েছেন ত্রাণ সহায়তার সমন্বয়কারী আব্দুল হান্নান। তিনি জানান, আমাদের বাজার সেক্রেটারী হাজী সাজিদুর রহমান, বাজার ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা এম.এ নুর, সাবেক পৌর কাউন্সিলর সুহেল আমিন, ব্যবসায়ী হান্নান, হাজী মনসুর মিয়া, মানিক মিয়া, শাহীন মিয়া প্রমুখ এ উদ্যোগ গ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত