নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০১৭ ২০:২২

হাওরে বাঁধ নির্মানে এবার দুর্নীতির সুযোগ দেওয়া হবে না: সিলেটে পানি সম্পদমন্ত্রী

এবার যথাসময়ে হাওর রক্ষাবাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

বুধবার বিকেলে সিলেট সার্কিট হাউসে হাওরে বন্যা পরবর্তী বাঁধ মেরামত সংরক্ষণ বিষয়ে প্রশাসন ও পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি হাওরের পানি ধীরে কমায় কিছুটা উদ্বেগ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, ঠিকাদারদের দরপত্র অনুযায়ী কাজ করতে হবে। এতে প্রয়োজনে হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজের ব্যয় বাড়ানো হবে। কিন্তু কোন ঠিকাদারকে দুর্নীতির সুযোগ দেয়া হবে না। এ ব্যাপারে সরকার কঠোর নজরদারি রাখবে।

মন্ত্রী আরও বলেন, এবার হাওরে পানি ধীরে কমছে, তবে আগামী দু সপ্তাহের মধ্যে কাজ শুরু করা যাবে বলে আশা করছি। গত বছরের বন্যায় সিলেট অঞ্চলে ফসলহানী ঘটেছে, এবার সেটা কোনভাবেই হতে দেয়া যাবেনা। ফসলহানীরোধে সব ধরনের আগাম ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, এবার হাওর রক্ষা বাধ নির্মাণে জেলা প্রশাসক থেকে শুরু করে প্রান্তিক কৃষকদেরও সম্পৃক্ত করা হবে। এতে দুর্নীতির সুযোগ কমে আসবে। সবার অংশগ্রহণ থাকলে কেউই অনিয়মের সুযোগ পাবে না। এতে কাজের মানও ভালো হবে।

পানি সম্পদমন্ত্রী বলেন, গতবছর বন্যায় কারনে ফসলহানী হয়েছে, এখানে বারবার বলা হচ্ছে দুর্ণীতির কারণে এমনটি হয়েছে। কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। বন্যা আর দুর্ণীতি সস্পুর্ণ ভিন্ন বিষয়।

সভায় বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, ইয়াহইয়া চৌধুরী এমপি, সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত