সুনামগঞ্জ প্রতিনিধি

১৪ জুন, ২০১৫ ১৩:০৫

টুকেরঘাট-বাহাদুরপুর রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের টুকেরঘাট-বাহাদুরপুর রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

শনিবার (১৩ জুন) বিকেলে রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন তিনি। হাওরাঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পে ৫৬ লক্ষ ৫৩ হাজার ব্যয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে।

পীর মিসবাহ বলেন, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।বর্তমান মেয়াদের মধ্যে প্রতিটি এলাকাতে জনগুরুত্বপূর্ণ সড়কগুলো নির্মাণ করে দেওয়া হবে।

তিনি বলেন, কাজ যেন নিম্নমানের না হয় সেজন্য স্থানীয় জনগণকে সজাগ থাকতে হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না।

এসময় উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটর মো. মুজিবুর রহমান, মনিটরিং কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, ট্রেনিং কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত