সুনামগঞ্জ প্রতিনিধি

১৪ জুন, ২০১৫ ১৩:২৮

বৃষ্টি ও ঢল অব্যাহত; সুনামগঞ্জের সব নদীর পানিই বিপদসীমা ছাড়িয়েছে

গত ২৪ ঘন্টায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত

অব্যাহত গুরি গুরি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি সকাল ৯টায় বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সীমান্ত সংলগ্ন শাখানদী যাদুকাটা, খাশিয়ামার, চেলা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুরমা নদীর পানি বাড়ায় হাওরাঞ্চলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। থেমে থেমে বৃষ্টিপাতের জন্য জনর্দুভোগ বেড়েছে। জেলার কিছু নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষ পানীবন্দি হয়ে পড়ার খবর পাওয়া গেছে।

সুনামগঞ্জ পানিউন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত প্রকৌশলী মো.মামুন হাওলাদার জানান, পাহাড়িঢল ও বৃষ্টিপাতের জন্য সুরমা নদীতে পানি প্রবাহ বাড়ছে। আজ বেলা ৯টায় সুরমা নদীর পানি বিপদ সীমার ৩০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গতকাল তা ছিলো ৪০ সে.মিটার।

আপনার মন্তব্য

আলোচিত