কমলগঞ্জ প্রতিনিধি

০৫ মে, ২০১৮ ১৮:১৬

কমলগঞ্জে সওজ এর রাস্তা মেরামত করলেন পৌর মেয়র

সড়ক ও জনপথ বিভাগের শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া রাস্তার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনা অংশে দীর্ঘদিন যাবত সংস্কার কাজ না করায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছিল। রাস্তাটির ছিল বেহাল দশা, খানাখন্দে ছিল ভরপুর। সামান্য বৃষ্টি হলেই লোকজন ও যানবাহন চলাচলের অনুপোযুক্ত হয়ে পড়ত রাস্তাটি।

খোদ উপজেলা সদরের এই রাস্তার জনভোগান্তির কথা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাউর হয়ে পড়ছিল। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দের ভূমিকা নিয়ে বেশ কথাবার্তা লিখা হয়েছিল। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়েই অনেকে এই রাস্তার কারণে বিরূপ মন্তব্য করেছিল।

জনভোগান্তি লাঘবে পরিবহন ও জনসাধারণের দূর্ভোগ দেখে অবশেষে সড়ক ও জনপথ বিভাগের খামখেয়ালীভাবে ফেলে রাখা কমলগঞ্জ উপজেলা চৌমুহনী থেকে ভানুগাছ যাওয়ার পথে ভাঙ্গন কবলিত সড়কটির মেরামতের উদ্যোগ নিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

শনিবার (৫ এপ্রিল) সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে পৌরসভার মেয়র জুয়েল আহমেদের উদ্যোগে পৌরসভার অর্থায়নে সড়ক ও জনপথের সড়কটিতে ইট ও বালু দিয়ে মেরামত করে দেন তিনি।

শনিবার সকালে পৌর মেয়র জুয়েল আহমেদ সরেজমিন উপস্থিত থেকে পৌরসভার অর্থায়নে সড়ক ও জনপথের রাস্তাটিতে ইট ও বালু দিয়ে মেরামত কাজ তদারকি করেন। স্থানীয় বাসিন্দারা কমলগঞ্জ পৌরসভার মেয়র এর এই প্রশংসনীয় কাজের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান।

আপনার মন্তব্য

আলোচিত