নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০১৮ ১৫:৫৫

সিলেটে ছেলেরা এগিয়ে

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন সিলেটে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ।

এবছর সিলেট শিক্ষা বোর্ডে মোট পাশের হার ৭০.৪২। এরমধ্যে ছেলে শিক্ষার্থীদের পাশের হার ৭১ দশমিক ৩৩ ও মেয়ে শিক্ষার্থীদের ৬৯ দশমিক ৭১।

এদিকে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও এগিয়ে ছেলেরা। মোট ৩ হাজার ১শ’ ৯১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১হাজার ৭শ’ ১৮ ও ছাত্রী ১হাজার ৪শ’ ৭৩ জন।

এবছর সিলেট বোর্ডে এসএসিতে ১ লাখ ৮ হাজার ৯শ’ ২৮জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে পাস করে ৭৬ হাজার ৭শ’ ১০ জন পরীক্ষার্থী। পাসকারীদের মধ্যে ৩৪ হাজার ১শ’ ৪৩ জন ছেলে এবং ৪২ হাজার ৫শ’ ৬৭ জন মেয়ে।

এদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, মানবিক বিভাগে ৬২ দশমিক ৩৫ শতাংশ ও বাণিজ্য বিভাগে ৮১ দশমিক ৬৫ শতাংশ।

এবছর সিলেট জেলায় পাসের হার ৭৩.৮০, হবিগঞ্জে ৭০.৩৪, মৌলভীবাজারে ৬৬.৯৯ ও সুনামগঞ্জে ৬৮.৫৩ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত