কমলগঞ্জ প্রতিনিধি

০৬ মে, ২০১৮ ১৮:৫৯

কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন

এসএসসি পরীক্ষার ফলাফল

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এসেছে ১২৩টি। এ উপজেলায় ৩৮২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৫১ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৬৬.৭৮ ভাগ।

এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৫৯টি জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলায় পাসের হার ৬৩.৫৭ ভাগ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৫৯টি, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ১৭ টি, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ১৫ টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১০ টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫টি, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ৫টি, মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ৩টি, চিৎলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ৩টি, পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২ টি, এএটিএম উচ্চ বিদ্যালয়ে ১টি, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১টি, এম.এ.ওহাব উচ্চ বিদ্যালয়ে ১টি ও কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। তবে খোঁজ করে দেখতে হবে ফলাফলে এ কলেজটি জেলার সেরা হতে পারে। সারা উপজেলায় বিভিন্ন বিদ্যালয় থকে মোট ১২৩টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে বিএএফ শাহীন কলেজ একাই ৫৯টি জিপিএ-৫ লাভ করে।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরো বলেন, অকৃতকার্যদের অধিকাংশই একটি বিষয় করে খারাপ করেছে। নতুবা কমলগঞ্জ উপজেলার ফলাফল আরো ভাল হতে পারতো।

আপনার মন্তব্য

আলোচিত