সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ মে, ২০১৮ ২১:১৬

পাসের হার কমলেও সুনামগঞ্জে বেড়েছে জিপিএ-৫

২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় বিগত বছরের তুলনায় কমেছে পাসের হার কিন্তু বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা।

রোববার (৬ মে) এসএসসি ফলাফল প্রকাশের পর সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দেওয়া পরিসংখ্যানের উপর ভিত্তি করে এই তথ্য পাওয়া যায়।

পরিসংখ্যানে দেখা যায়, এ বছর সুনামগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৫ শত ৩৬ জন। যার মধ্যে পাস করেছে ১৬ হাজার ১শত ২৯ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ৩৬৯ জন শিক্ষার্থী।  

সুনামগঞ্জ জেলায় এ বছর পাসের হার ৬৮ দশমিক ৫৩ শতাংশ যা গত বছরে ছিল ৮১ দশমিক ৩৮ শতাংশ। সেই সাথে গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ছিল ২৪৬ জন। যা এ বছর বেড়ে ৩৬৯ জনে দাঁড়িয়েছে।

২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ১৩২ জন ছাত্র এবং ১১৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। যা এবছর ছাত্র-ছাত্রীদের জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮৭ ও ১৮২ জনে।

এবারের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় ১০ হাজার ৬৫৭ জন ছাত্র এবং ১২ হাজার ৮৭৯ জন ছাত্রী অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য

আলোচিত