মৌলভীবাজার প্রতিনিধি

০৬ মে, ২০১৮ ২১:৪২

এসএসসিতে মৌলভীবাজারে এগিয়ে মেয়েরা

২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মৌলভীবাজার জেলায় ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার এগিয়ে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যায় ছেলেরা এগিয়ে আছে।

রোববার (৬ মে) এসএসসি ফলাফল প্রকাশের পর সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দেওয়া পরিসংখ্যানের উপর ভিত্তি করে এই তথ্য পাওয়া যায়।

পরিসংখ্যানে দেখা যায়, এ বছর মৌলভীবাজার জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ৪৮২ জন। যার মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪০১ জন শিক্ষার্থী। যার মধ্যে ৪১ দশমিক ৪০ শতাংশ ছাত্র এবং ৫৮ দশমিক ৬০ শতাংশ ছাত্রী।

তবে জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে থাকা ছাত্রদের সংখ্যা ৩৫৩ জন। অপরদিকে ৩১৯ জন ছাত্রী এবছর জিপিএ-৫ পেয়েছে মৌলভীবাজার জেলায়।

গত বছর মৌলভীবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৮৩ জন ছাত্র এবং ৩১০ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল।

মৌলভীবাজার জেলায় এ বছর পাসের হার ৬৬ দশমিক ৯৯ শতাংশ যা গত বছরে ছিল ৭৬ দশমিক ১২ শতাংশ। সেই সাথে গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ছিল ৫৯৩ জন। যা এ বছর বেড়ে ৬৭২ জনে দাঁড়িয়েছে।

এবারের এসএসসি পরীক্ষায় এই জেলায় ১০ হাজার ১৩৫ জন ছাত্র এবং ১৪ হাজার ৩৪৭ জন ছাত্রী অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ৬ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৯ হাজার ৪৬৮ জন ছাত্রী।

আপনার মন্তব্য

আলোচিত