ছাতক প্রতিনিধি

২৯ আগস্ট, ২০১৮ ১৭:৩৮

ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) সকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন।

এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে ও শিক্ষক গোলাম নবী রিপনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, এডভোকেট আবুল কালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন।

উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাফিজ আলী মাস্টার, আবুল লেইছ কাহার, শামীম আহমদ, সাদিক আহমদ, সাবেক সদস্য আব্দুস সামাদ, আব্দুল করিম প্রমুখ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী রাজু আহমদ ও গীতা পাঠ করেন রূপশ্রী দে।

এ সময় প্রবাসী লাল মিয়া, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, শিক্ষক হুমায়ুন কবির, মাওলানা আব্দুল হালিমসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, জেলার মধ্যে এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। সততা স্টোরের মাধ্যমে এখানে শিক্ষার্থীদের মধ্যে সততার প্রশিক্ষণ শুরু হলো। দিন-দিন এর বিস্তৃতি আরো বৃদ্ধি পাবে।

তিনি তার বক্তব্যে বিদ্যালয়ের লুৎফুর রহমান সরকুম ভবন সম্প্রসারণসহ আরো দুটি ভবন নির্মাণের আশ্বাস প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত