Advertise

বিয়ানীবাজার প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০১৮ ০০:০১

বিয়ানীবাজারে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সিলেটের বিয়ানীবাজারে দুই দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে সমাপনী দিনে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র প্রদানের মধ্য দিয়ে এ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিয়ানীবাজার প্রেসক্লাব, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন ও বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি’র যৌথ উদ্যোগে ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ জয়নুলের পরিচালনায় এবং প্রেসক্লাব সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম মাস্টার, প্রেসক্লাব সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ফারুক, সিনিয়র সাংবাদিক এম হাসানুল হক উজ্জ্বল, প্রেসক্লাবের সহ সভাপতি সজীব ভট্টাচার্য, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হীরণ রোহী দাস, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক রাজু ওয়াহিদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল।

দুইদিনব্যাপী এ কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণ দেন দৈনিক যুগান্তরে’র স্টাফ রিপোর্টার সংগ্রাম সিংহ ও এসএটিভি’র সিলেট ব্যুরো চীফ আব্দুল আলীম শাহ।

পরে কর্মশালায় অংশ নেয়া সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সমাপনী অধিবেশনে উপস্থিত অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত