সিলেটটুডে ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৮ ০১:৩২

সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রকল্প অনুমোদনে জগন্নাথপুরে আনন্দ মিছিল

সুনামগঞ্জে 'বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল’ এর প্রকল্প অনুমোদন হয়েছে। রোববার (৪ নভেম্বর) জাতীয় অর্থনীতি বোর্ডের (একনেক) সভায় বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের জন্য ১১০৭ কোটি ৮৮ লক্ষ ৯৮ হাজার টাকার এ প্রকল্প অনুমোদন করেছেন। এতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান জোরালো ভূমিকা পালন করেন। মূলত সুনামগঞ্জ-৩ আসনের এ সাংসদের জন্য প্রকল্পটি অনুমোদিত হয়।

একনেকে প্রকল্পটি অনুমোদন হওয়ায় হাওরাঞ্চলে আনন্দ বিরাজ করছে। তার ব্যতিক্রম নয় জেলার জগন্নাথপুরও। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন।

সোমবার (৫ নভেম্বর) বর্ণাঢ্য এক আনন্দ মিছিল বের হয় বিকেল সাড়ে তিনটায়। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

আনন্দ মিছিলটি জগন্নাথপুর আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সভায় শেষ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়া মেম্বার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় সভাপতি ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ মেম্বার আলহাজ্ব মাহতাব উল হাসান সমুজ, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তৈয়ব মিয়া কামালী,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ুম মোশাহিদ, আব্দুল মালিক, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিদ কুমার রায়, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শুকুর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ফখরুল হোসেন, দিপাল কান্দি দেব, বাবুল মিয়া, আব্দুল ওয়াহিদ, সৈয়দ মনোয়ার আলী, হাজি সুন্দর আলী, ডাঃ ছদরুল ইসলাম, আবুল কয়েস ইছরাঈল, খছরুল মিয়া, আফতাব উদ্দিন, আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সালেহ আহমদ, সাইফুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, এনাম আহমদ, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, বকুল গোপ, আবু তাহের রোহান, জুবেদ খাঁন, আবু জিলানী আবু, সহ-সম্পাদক রমজান আলী ছানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী, যুবলীগ নেতা রাসেল আহমদ চৌধুরী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, রাজিব চৌধুরী বাবু, সৈয়দ জিতু মিয়া, আবুল আহাদ, কামরুল বক্স, সুজাদ মিয়া, সৈয়দ মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ রুহেল আহমদ, সহ-সভাপতি সায়মন হোসেন, আব্দুল মুমিন নাছির, মুহিবুর রহমান লিটু, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমির খান সাব্বির, ছায়াদ আহমদ ভূঁইয়া, আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হেনা রনি, গোলাম কিবরিয়া জগলু, জাহাঙ্গীর আলম জামাল, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল মিয়া, সাধারণ সম্পাদক তাহা আহমদ, সহ-সভাপতি মাসুম হোসাইন, জুনেদ আহমদ, মিছবাহ আহমদ, নিজাম রনি প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত