গোলাপগঞ্জ প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০১৮ ০১:৪১

টিলা কাটা রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে

গোলাপগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক কাজী মোহাম্মদ এমদাদুল ইসলাম বলেছেন, শিক্ষাক্ষেত্রে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই গোলাপগঞ্জের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, পর্যটন ক্ষেত্রে সিলেটের রয়েছে অপার সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা ব্যবসা বাণিজ্যে আরো সফলতা অর্জন করতে পারি।

সোমবার (০৫ নভেম্বর) দুপুর ২টায় গোলাপগঞ্জ উপজেলা কনফারেন্স হলে উপজেলার সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ কথাগুলো বলেন।

বিভিন্ন বক্তার বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, টিলা কাটা রোধে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে। যাতে কেউ অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করতে না পারে সে ক্ষেত্রেও স্থানীয় প্রশাসন কঠোর থাকা চাই।

তিনি গোলাপগঞ্জের অনাবাদি জমিগুলো চাষাবাদের আওতায় আনার তাগিদ দিয়ে বলেন, দেশ খাদ্যে অনেক সফলতা অর্জন করেছে অনাবাদি জমিগুলো আবাদ করা হলে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। মত বিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য, ভিক্ষুক, যানজটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলে প্রতিটি সমস্যা নিরসনে জেলা প্রশাসক কাজী মোহাম্মদ এমদাদুল ইসলাম সরকারের পক্ষে সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল শিবলি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত