সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৮ ০১:৫৯

আওয়ামী লীগ জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ: ড. মোমেন

জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন হচ্ছে দেশ ও জনগণের উন্নয়ন করা, সে লক্ষ বাস্তবায়নে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে কাজ করছে । যার সুফল দেশের প্রতিটি জনগণ এখন ভোগ করছেন। বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে অতি দ্রুত সময়ের মধ্যে সিলেট সহ সমগ্র বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ মর্যাদাশীল দেশ। এক্ষেত্রে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন, গণতন্ত্র ও দেশ প্রেমের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভাবে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহবান জানান।

শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার ৭নং মোগলাগাঁও ইউনিয়নের ফতেহপুর গ্রামে নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনসাধারণকে নিয়ে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

স্থানীয় মুরব্বী মোঃ মনু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা আমির আহমদ মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আশিক মিয়া মেম্বার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেম্বার ফজলু মিয়া, রফিকুল ইসলাম মামুন, আলহাজ্ব ছইদুর রহমান ছাইদ, কাজী সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দিন, নুরুল হক, কাদির মিয়া, আব্দুল ওদুদ, নুরুল ইসলাম, আবজল মিয়া, হেলাল মিয়া, ফারুক আহমদ, ফয়সল আহমদ মেম্বর, আলা বক্স, আব্দুল কাদির, শামসুল আলম, সমর আলী, মছব্বির, নাজির উদ্দিন, বাবুল মিয়া, রুকুব উদ্দিন, আলামিন, মনফর মিয়া, আতিক মিয়া, আশিক মিয়া, জায়েদ আহমদ, কামরুল হাসান, নাজির আহমদ, মাহমন্নুর, জুলফিকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন লিয়ান হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত