হবিগঞ্জ প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০১৮ ১৮:৩৬

হবিগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জের লাখাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইকবাল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। নিহত ইকবাল মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার শরীফপুর গ্রামের মঞ্জুর আলীর পুত্র।

উপজেলার স্বজনগ্রামে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।  

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ওই গ্রামের ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সাথে অপর আওয়ামী লীগ নেতা মারাজ মিয়ার গ্রাম্য আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয়াধি কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে তাদের মধ্যে কথা কাটাকাটি’র এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রন করে। গুরুতর আহত অবস্থায় ইকবাল মিয়া, নুর মোহাম্মদ, লতিফ মিয়া, শাহ আলম, সুলতান মিয়াসহ বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইকবাল মিয়া। নিহত ইকবাল মিয়া লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের আত্মীয়। তিনি ওই বাড়িতে বেড়াতে এসেছিল বলেও জানান ওসি।

ওসি আরও জানান, দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। পুণরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত