সিলেটটুডে ডেস্ক

০৪ মার্চ, ২০১৯ ১৫:৫৬

নির্ধারিত সময়ে হাওরে বাঁধ নির্মাণ না হওয়ায় দায়ীদের শাস্তি দাবি

নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য দায়ীদের শাস্তির দাবিতে এবং অতিদ্রুত সকল হাওর রক্ষা বাঁধের কাজ শেষ করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।

সোমবার (৪ মার্চ) তাহিরপুরের সুলেমানপুরে আয়োজিত এ মানববন্ধনে এলাকার কৃষকরা অংশ নেন।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর পরিচালনায় মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে দাবির প্রতি একাত্মতা জানিয়ে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন সাব্বির আহমেদ, আব্দুল আমিন, বাবুল মিয়া, এমদাদ মিয়া, রুহেন মিয়া, আকিক মিয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে কাসমির রেজা বলেন, ২০১৭ সালের প্রলয়ংকারী বন্যার পর হাওরের ফসল রক্ষায় সরকারের শীর্ষ মহলের আন্তরিকতা আমাদের আশান্বিত করেছে। নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এরপরও এ বছর কেন সময়মত বাঁধের কাজ সম্পন্ন হয়নি তা আমাদের বোধগম্য নয়।

তিনি আরও বলেন, আমরা চাই অতিদ্রুত সকল হাওরে বাঁধের কাজ শেষ করা হোক এবং সময়মত বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। এক ফসলি বোরো ধানের উপর নির্ভরশীল হাওরের কৃষকদের জীবন ও জীবিকা নিয়ে কোন খামখেয়ালি চলবে না।

আপনার মন্তব্য

আলোচিত