শ্রীমঙ্গল প্রতিনিধি

০৬ মার্চ, ২০১৯ ১৫:৩৪

উপজেলা নির্বাচন: শ্রীমঙ্গলে দুই বিএনপি নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

বুধবার (৬ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কৃত দুজন হলেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী লিটন আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হেলেনা চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, এক নেতা ও এক নেত্রীর বহিষ্কারের বিষয় কেন্দ্র থেকে তাদের জানানো হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত ছিল দল থেকে পদত্যাগ না করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে তারা কেন্দ্রের এই নির্দেশ অমান্য করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান প্রার্থী লিটন আহমেদ বলেন, আমি বহিষ্কারের চিঠি এখনো হাতে পাইনি। তাছাড়া জনগণের কথায় আমি নির্বাচন করছি। এখানে দল কি বললো সেটা আমার দেখার বিষয় নয়।

আপনার মন্তব্য

আলোচিত