সিলেটটুডে ডেস্ক

২৬ মার্চ, ২০১৯ ১৭:২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটুক্তি’ ঘাসিটুলা থেকে যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, সজিব ওয়াজেদ জয়, পুলিশের আইজি ও র‌্যাবের মহাপরিচালকের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি পোষ্ট এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে নগরের ঘাসিটুলা থেকে মো. খালেদ আহমদ (৩৫) নামে একজনকে আচক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে এগারোটার সহকারী পুলিশ সুপার এএসপি ওবাইন এর নেতৃতে র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাসিটোলা বড় মসজিদ এলাকা থেকে তাকে আটক করে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

আটক ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার অলফুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত খালেদ দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তি বর্গসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মান হানি ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক তাকে সিলেটের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।      


আপনার মন্তব্য

আলোচিত