নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০১৯ ১৪:১২

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশা নিধন শুরু

সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে ওষুধ ছিটানোর মধ্য দিয়ে মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন উপলক্ষে নগর ভবন থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত র‌্যালি করা হয়।

এরপর সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

এর পরপরই নগরীর ২৭টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মশক নিধন ও পরিচ্ছন্নতায় সিলেট সিটি করপোরেশন সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসসূচি গ্রহণ করেছে। ২৫-৩১ জুলাই পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি চলাকালীন সময়ে মশার ওষুধ ছিটানো কার্যক্রমে কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবগত করতেও নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত