নবীগঞ্জ প্রতিনিধি

১০ নভেম্বর, ২০১৯ ১৮:৫৩

নবীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় জামিআ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর মাদ্রাসার উদ্যোগে ফ্রি খতনা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে ১১০ জন শিশুকে সুন্নতে খতনাসহ মেডিসিন, অর্থোপেডিক্স, নাক-কান গলা, চর্মরোগ, গাইনীসহ বিভিন্ন রোগের প্রায় ১২শ রোগী কে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

রোববার (১০ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে ৩য় বারের মতো ব্যতিক্রমী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহতামিম সিলেট শাহজালাল দরগা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়খ আসজাদ আহমদের সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্প করা হয়।

মেডিকেল ক্যাম্পে প্রায় ১১০ জন শিশুকে সুন্নতে খতনা, মেডিসিন বিভাগে ৩৬৫জন, অর্থোপেডিক্স এর রোগী ১৪৩ জন, নাক-কান গলার রোগী ২৫৭, চর্মরোগে আক্রান্ত ২৭২ জন, গাইনী বিভাগে ৫৭ জন দুঃস্থ রোগীসহ প্রায় ১২শ রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। খতনা বিভাগের চিকিৎসা সেবা পরিচালনা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ও অন্যান্য বিভাগে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালের প্রায় ৫০ জন চিকিৎসক এ চিসিকৎসা সেবা প্রদান করেন। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, উপজেলা জাপা নেতা এলাইছ মিয়া, দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত