বড়লেখা প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০১৯ ১৮:৪০

বড়লেখায় রোকেয়া দিবসে চার জয়িতাকে সম্মাননা

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে সোমবার (৯ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস। এ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা চার ক্যাটাগরিতে চারজন নারীকে ‘জয়িতা’ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়া চারজন নারী ‘জয়িতা’ হলেন রুপীয়া বেগম, শিবু রানী দাস, স্মৃতি রবি দাস ও পারভিন আক্তার। বড়লেখা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতি ছিলেন নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত, সুজানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নছিব আলী, সম্মাননা পাওয়া জয়িতা স্মৃতি রবি দাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বড়লেখা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, বড়লেখা পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রিয়াজুল ইসলাম, দৈনিক যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত