ওসমানীনগর প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২০ ১৮:১৫

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১২টায় ওসমানীনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে এক র‍্যালি শুরু করে সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্তের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান এমজি রাসুল খালেক আহমদ লটই, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা কর্মকর্তা রনজিৎ চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, প্রধান শিক্ষিকা শ্যামলী দত্ত, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা।

পরে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে মুস্তাকিম, অধীর দাস, রাসেল আহমদ ও লাভলী বেগম নামের ৪ প্রতিবন্ধীকে প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত