কুলাউড়া ও কমলগঞ্জ প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২০ ২০:০৬

কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের বিভিন্ন দাবি বাস্তবায়নে মতবিনিময় সভা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের বিভিন্ন দাবি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় স্থানীয় মনু বাজারে হাজীপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চুর আহবানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজীপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিতিতে হাজীপুর ইউনিয়ন বাসীর বৃহত্তর কল্যাণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে দাবী দাওয়া বাস্তবায়নে কাজ করার আহবান জানানো হয়।

দাবীগুলো  হল- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শতাব্দীর প্রাচীন মনু রেলওয়ে স্টেশন চালু করে ঢাকা ও চট্টগ্রাম রুটের দুটি ট্রেনের যাত্রাবিরতি, মনু নদীর তীর সংরক্ষণ করে হাজীপুর ইউনিয়নকে স্থায়ীভাবে বন্যামুক্ত রাখা, মনু উপ-স্বাস্থ্য কেন্দ্র আগের জায়গায় চালু করা ও হাজীপুর ইউনিয়নের ১০ টি জনগুরুত্বপূর্ণ কাঁচা সড়ক পাকাকরণ করে জনভোগান্তি দূরীকরণ, ফজলবাগ মাদ্রাসা চালুসহ এই ওয়াকফ স্ট্যেটের দাতার প্রতিশ্রুতি পূরণ করে জনকল্যাণ ও জবাবদিহি নিশ্চিতকরণ।  

এমদাদুর রাজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য শেখ আব্দুর রউফ, মনিরুজ্জামান হেলাল, সাবেক ইউপি সদস্য আব্দুর মুনিম, বিএনপি নেতা খুরশেদ আলী, ডা. জুবের আহমদ, ব্যবসায়ী জুনাব আলী তালুকদার, যুবলীগ নেতা ফজলুল হক, ব্লাড ডোনার ক্লাবের প্রতিনিধি ইমরান আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক।

সভাপতির বক্তব্যে হাজীপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু অবিলম্বে শতাব্দীর প্রাচীন মনু রেলওয়ে স্টেশন চালু করে ঢাকা ও চট্টগ্রাম রুটের দুটি ট্রেনের যাত্রাবিরতি, মনু নদীর তীর সংরক্ষণ করে হাজীপুর ইউনিয়নকে স্থায়ীভাবে বন্যামুক্ত রাখা, মনু উপ-স্বাস্থ্য কেন্দ্র আগের জায়গায় চালু করাসহ হাজীপুর ইউনিয়নের ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আগামীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হবে।
 


আপনার মন্তব্য

আলোচিত