গোয়াইনঘাট প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২০ ১৮:৩২

‘জিয়া পরিবারকে রাজনীতির বাহিরে রাখতেই খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে’

সিলেটের জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গিরদার বলেছেন, জিয়া পরিবারকে রাজনীতির বাহিরে রাখতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ রাখা হয়েছে। একটি মিথ্যা মামলায় বেগম জিয়াকে আটকে রেখেছে সরকার। অথচ দেশে এই ধরণের ঘটনা নিত্যনৈমিত্তিক হলেও,একই ধরণের অভিযোগে মামলায় অন্যরা জামিন হয়।  শুধু হয়রানীর জন্য বেগম খালেদাকে জিয়াকে সরকার জামিন দিচ্ছে না।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি আয়োজিত গুরকচি উচ্চ বিদ্যালয় মাঠে গোয়াইনঘাট উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আর দেরি নয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন গড়ে তুলতে হবে। শহীদ জিয়ার সৈনিকদের মাঝে ইস্পাত কঠিন মনোবলসহ ঐক্য গড়ে তুলে বেগম জিয়ার মুক্তির ঐ আন্দোলনে সমবেত হতে হবে।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুল হক চৌধুরী , অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ প্রমুখ।

স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন বিএনপিনেতা ওসমান গণি মেম্বার, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ মো. জাকারিয়া আহমদ, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুদ্দিন আল আজাদ, নন্দিরগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মতিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গোয়াইনঘাট পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, বিএনপি নেতা ও জেলা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম শাহপরান, মো. জসিম উদ্দিন, এম এ আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, জেলা বিএনপি নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, খালেদ আহমদ, মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, অ্যাডভোকেট নুর আহমদ, সাবেক ইউপি সদস্য ওসমান গনী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, যুবদলনেতা জিএম শফিক, নুরুল হক, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ খাঁন, সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ কামরুল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব সাজু, সাংগঠনিক সম্পাদক ফাহিম আল হাছান, ইউপি সদস্য এনামুল হক তরফদার, রুবেল আহমদ, শামীম আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত