হবিগঞ্জ প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২০ ১৫:০৬

হবিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন

হবিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমানের পরিচালনায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে সভাকক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা এবং ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়।

তিনি আরও বলেন, আগামী ১১ জানুয়ারি জেলার ৯টি উপজেলা ৬টি পৌরসভার ১ হাজার ৮৮৬ টি কেন্দ্রে ৬-১১ মাসের ৪৩ হাজার ৫৬৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল ও ১২-৫৯ মাসের ৩ লক্ষ ১৩ হাজার ২২৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টায় ক্যাম্পেইন শুরু হবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইসমাঈল হোসেন, সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ফজলুর রহমান, মো. নাহিজ, হারুনুর রশীদ চৌধুরী, গোলাম মোস্তফা রফিক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত