বড়লেখা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি , ২০২০ ০১:০৮

পাল্লাথল চা বাগানে নৃশংসতা : বেঁচে যাওয়া শিশুটির পাশে পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল চা বাগানে স্ত্রী, শাশুড়িসহ চার জনকে খুন করে নির্মল কর্মকার নামের এক ব্যাক্তির আত্মহত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মন্ত্রী পরিদর্শনে যান। এসময় তিনি ওই ঘটনায় বেঁচে যাওয়া শিশু কন্যা চন্দনাসহ বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্তনা দেন।

গত রোববার (১৯ জানুয়ারি) ভোরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকার পাল্লাথল চা-বাগানে নির্মল কর্মকার (৩৮) নামে এক যুবক পারিবারিক কলহের জের ধরে তাঁর স্ত্রী জলি বুনার্জি (৩০), শাশুড়ি লক্ষ্মী বুনার্জি (৬০), প্রতিবেশী বসন্ত বক্তা (৬০) এবং বসন্ত বক্তার মেয়ে শিউলি বক্তাকে (১৪) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিজে ঘরের ভেতর ছাদের কাঠে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন বসন্ত বক্তার স্ত্রী কানন বক্তা। তিনিও হাসপাতালে মারা যান। ঘটনার সময় কোনো মতে প্রাণে বেঁচে যায় জলি বুনার্জির আগের স্বামীর পক্ষের মেয়ে চন্দনা বুনার্জি (৯)। এই ঘটনায় পৃথক দুটি মামলা হয়।

পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, নারীশিক্ষা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, পাল্লাথল বাগানের ব্যবস্থাপক মাহবুব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত