কমলগঞ্জ প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি , ২০২০ ২২:৪৭

পতনঊষা মৌলভীবাজারের শ্রেষ্ঠ ইউনিয়ন

গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম

গ্রাম আদালতের সার্বিক কার্যক্রমে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। গ্রামীণ জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত বিস্ময়কর ভূমিকা রাখছে।

ইউএনডিবি’র আর্থিক সহায়তায় এবং ব্লাষ্টের পরিচালনয় মৌলভীবাজার জেলার ৪ উপজেলার মোট ৪১টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করনেরর কাজ চলছে। সার্বিক কার্যক্রমে রোববার মৌলভীবাজার জেলার মধ্যে পতনঊষার ইউনিয়ন প্রথম হওয়ায় গৌরব অর্জন করেছে।

পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রাম আদালতের সার্বিক কার্যক্রমে আমার ইউনিয়ন পরিষদ জেলার শ্রেষ্ঠ হওয়ায় নিজেকে গৌরবান্বিত মনে করছি। যাদের প্রেরণায় জেলার শ্রেষ্ঠ হতে সক্ষম হয়েছি তাদেরকেসহ সর্বস্তরের জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি। এ কাজে গ্রাম আদালত সহকারী পিংকু দেবনাথের চমৎকার কার্যক্রম এবং বিচারিক প্যানেলের সহযোগিতা উল্লেখযোগ্য। সকলের সহযোগিতায় আরও ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত