গোয়াইনঘাট প্রতিনিধি

০৮ মার্চ, ২০২০ ১৩:৫৬

‘বঙ্গবন্ধু ছিলেন, আছেন এবং থাকবেন’

সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমাদের স্বাধীনতার ঘোষক। বঙ্গবন্ধুই আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মহানায়ক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর বলিষ্ঠ নেতৃত্বই আমাদের পাক হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মুক্তির সংগ্রামে একত্রিত করেছিল। বঙ্গবন্ধু আমাদের ইতিহাস আর ঐতিহ্যের মূর্ত প্রতীক। বাংলাদেশের উড্ডীন লাল সবুজের পতাকার গল্পগাথায় চিরদিনই সর্বাগ্রে যে নাম উঠে আসবে তা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কোনও দলের নয়। তিনি সার্বজনীন বাংলাদেশের সর্বোচ্চ শ্রদ্ধেয় নেতা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি ছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া বাঙ্গালির মুক্তির প্রহরের চালিকা শক্তিও। বাংলাদেশ সৃষ্টিতে জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন, আছেন এবং চিরকাল তিনি আমাদের স্বপ্নদ্রষ্টা হয়েই থাকবেন।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব।

উপজেলা প্রজীপ কর্মকর্তা সুশান্ত কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিকুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাংবাদিক সুবাস দাস, ইমরান হোসেন সুমন, মুজিবুর রহমান (লাইব্রেরি মুজীব) প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত