সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০২০ ০০:৫৩

ফেঞ্চুগঞ্জ মাহমুদ উস সামাদ চৌধুরী রিভারভিউ উদ্বোধন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ফেঞ্চুগঞ্জের কুশিয়ারার তীরে মানুষের অবসর সময় কাটানোর জন্য রিভারভিউ স্থানের উদ্যোগ গ্রহণ করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীর দিনে রিভারভিউ উদ্বোধন করতে পরে আমি শুকরিয়া আদায় করছি। ফেঞ্চুগঞ্চের প্রচুর লোক অবসর সময় কাটানোর কোন জায়গা নেই। তাই ফেঞ্চুগঞ্জ বাজারের পাশে কুশিয়ার নদীর তীরে রিভারভিউ উদ্বোধনীনের মাধ্যমে অত্র মানুষের কাঙ্খিত আশা পূরণ হলো। এটা রক্ষণা-বেক্ষণের আমাদের সকলের।

তিনি ১৭ মার্চ বিকালে ফেঞ্চুগঞ্জে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি রিভারভিউ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানার বেগম শ্যামা, মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোঃ বদরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, মিছবাহ আহমদ চৌধুরী, রাজু আহমদ রাজা, মীর শাখাওত হোসেন তরু, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির আহবায়ক আব্দুল বারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দিন, আওয়ামীলীগ নেতা বিজন দেবনাথ, লোকমান আহমদ, মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, শ্রমিকলীগ নেতা আব্দুল মতিন, কৃষিকলীগ নেতা আবু মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিসলু, রাসিক আহমদ, জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহদ, সাধারণ সম্পাদক এ.এম ফারহান সাদিক, মেহরাব হোসেন জুনেল, নাহিদ সুলতান পাশা, আব্দুল হামিদ, মুমিনুল হাসান প্রমুখ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয় এবং শিরনি বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত