নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২০ ০১:২৩

ওসমানী হাসপাতালে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ওসমানী হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগ কর্তৃক আয়োজিত ও এন্ডোলাইট বাংলাদেশ এর সহযোগিতায় এক রোগীর কৃত্রিম পা সংযোজন করা হয়।

বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক ডা. প্রণয় কান্তি, অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শংঙ্কর কুমার রায়, আবাসিক সার্জন (অর্থোপেডিক) ডা. বিপুল চন্দ্র ঘোষ, আবাসিক সার্জন ডা. রাশেদ আশরাফ, ইউরোলজি বিভাগের আবাসিক সার্জন ডা. সুব্রত দেব, ইএনটি বিভাগের আবাসিক সার্জন ডা. নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. বাকি বিল্লাহ, রেজিস্ট্রার ডা.অমিত, ডা. মাসুদ, ডা.প্রবাল সহ প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত