দিরাই প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২০ ০০:০৯

দিরাইয়ে সাত প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জের দিরাইয়ে প্রশাসন ও পুলিশ-সেনা বাহিনীর টহল ও সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জগদল বাজার, রতনগঞ্জ বাজার, নগদীপুর বাজার ও হোসেনপুর বাজারে টহল ও সচেতনতামূলক প্রচারণা করা হয়।

এসময় আইন অমান্য করায় দুই ব্যবসা প্রতিষ্ঠান কে ৭  হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল, ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, দিরাই থানার এসআই আব্দুল আলিম, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, এএসআই মফিজুর রহমান, হাসনাত হোসেন, অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুম্মান আহমদ প্রমুখ।

অপরদিকে দিরাই বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
.

আপনার মন্তব্য

আলোচিত