সিলেটটুডে ডেস্ক

০৯ এপ্রিল, ২০২০ ০১:০৩

মোবাইল ফোনে চিকিৎসাসেবা দেবে সিলেট উইমেন্স হাসপাতাল

মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান করবেন সিলেট উইমেন্স কলেজ হাসাপতালের চিকিৎসকরা। একই হাসপাতালে বহিঃবিভাগ, অন্তঃবিভাগ ও ইমারজেন্সি বিভাগেও সেবা দেওয়া হচ্ছে বলে সিলেটের বেসমরকারি এই হাসপাতালটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

এব্যাপারে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. তাফহিম  আহমদ রিফাত জানান, প্রাপ্ত বয়স্করা ০১৯৭৬৫২৩৫১২ ও শিশুদের জন্য ০১৯৭৬৫২৩৫১৩ নাম্বারে যোগাযোগ করে চিকিৎসকদের পরামর্শ নেওয়া যাবে। ২৪ ঘন্টাই এই সেবা চালু থাকবে।

তিনি বলেন, জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য আলাদা ওয়ার্ড ও ১৯টি বেডের আইসোলেশন ব্যবস্থা তৈরি আছে। ছাড়াও মেডিসিন, শিশু স্বাস্থ্য, গাইনী ও অবস্, সার্জারী ও অর্থোপেডিক সহ বহিঃবিভাগ রোগী দেখার বিশেষ ব্যবস্থা।

এছাড়াও জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হলে পরামর্শের জন্য রয়েছে হট লাইন নাম্বার। রয়েছে ফিভার ক্লিনিক। যার মাধ্যমে জ্বর ও শ্বাসকষ্ট রোগীদের সেবা প্রদান করা হয়ে থাকে।

আপনার মন্তব্য

আলোচিত